Loading Events

« All Events

সুবর্ণজয়ন্তী প্রোগ্রাম

March 22, 2026

সুবর্ণজয়ন্তী উদযাপন

৫০ বছরের গর্বিত ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবের সাক্ষী হয়ে, দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয় উদযাপন করতে যাচ্ছে তার সুবর্ণজয়ন্তী! এই বিশেষ মুহূর্তে আমরা স্মরণ করবো সেইসব শিক্ষাগুরু, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং অভিভাবকদের, যাঁরা এই প্রতিষ্ঠানের ভিত মজবুত করেছেন ও এর অগ্রযাত্রা নিশ্চিত করেছেন।

🌟 ইভেন্টের বিবরণঃ
📅 তারিখ (সম্ভাব্য): ২২ মার্চ ২০২৬
📍 স্থান: দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ

  • রেজিস্ট্রেশন ফিঃ প্রাক্তন শিক্ষার্থী- ১০০০/- । গেস্ট জন প্রতি (শুধুমাত্র প্রাক্তন শিক্ষার্থীদের জন্য)- ৫০০/- বর্তমান শিক্ষার্থী-৫০০/-
  • রেজিস্ট্রেশন মাধ্যমঃ অনলাইন/অফলাইন (স্কুল প্রাঙ্গণ)
  • পেমেন্ট মেথডঃ ক্যাশ/বিক্যাশ/ব্যাংক

🔹 প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
🔹 স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
🔹 সম্মাননা প্রদান ও বিশেষ অতিথিদের বক্তব্য
🔹 বিদ্যালয়ের ইতিহাসভিত্তিক প্রদর্শনী

চলুন, একসাথে উদযাপন করি আমাদের বিদ্যালয়ের গৌরবময় ৫০ বছরের যাত্রা এবং নতুন ভবিষ্যতের পথে এগিয়ে চলার অঙ্গীকার করি।

📞 যেকোন তথ্য জানতে বা প্রয়োজনে
মোঃ আতাউল্ল্যাহ স্যার-01814 939 061, জিল্লুর রশিদ অনিক- 01811 268 762, মোঃ সালাহউদ্দিনঃ 01811 879 920, অমল দাসঃ 01874 656 773, জিএম নাজমুল হাসানঃ 01816 210 921, মিজানুর রহমান তৈয়বঃ 01817 679 756
ঢাকাঃ আবু হাসনাত সুমন- 01829 684 676, চট্টগ্রামঃ জুয়েল চন্দ্র দাস- 01818 832 461

ইমেইল: dhrrhsalumni@gmail.com  ফেসবুক পেজ: facebook.com/dhrrhs/  ফেসবুক গ্রুপ: facebook.com/groups/dhrrhs/

আমি আসছি, আপনি আসছেন তো!!!

ধন্যবাদান্তে
আয়োজক প্যানেল
প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ

 

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে লেখার আহবান

✍ লেখার আহবান
২০২৬ সালে দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপন হতে যাচ্ছে। একদিনব্যাপী জমকালো অনুষ্ঠানমালার পাশাপাশি একটি স্মৃতিচারণমূলক প্রকাশনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশনায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, শুভানুধ্যায়ী ও বর্তমান শিক্ষার্থীদের লেখার জন্য বিনীতভাবে লেখা আহ্বান করা যাচ্ছে।
📚 লেখার বিষয়ঃ
✅ স্কুল প্রতিষ্ঠার ইতিবৃত
✅ স্কুল সংশ্লিষ্ট স্মৃতিকথন
✅ স্কুল প্রতিষ্ঠার শুরু থেকে আদ্যবধি নানা বিষয়
✅ ছোটগল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রগতি ভাবনা বিষয়ক যেকোনো নিবন্ধ
লেখা হাতে লেখা অথবা কম্পিউটার কম্পোজ হতে পারে, তবে তা নিচের ই-মেইল অথবা সরাসরি মোঃ আতাউল্যাহ, প্রধান শিক্ষক (দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়) এর নিকট জমা দিতে পারবেন। লেখার সাথে অবশ্যই পূর্ণ নাম ও এসএসসি পরীক্ষার সাল উল্লেখ থাকাও প্রয়োজন।
🕓 লেখা জমা দেওয়ার শেষ সময়ঃ
  • ৩০ নভেম্বর ২০২৫
  • উল্লেখযোগ্য ছবি, ব্যাচ ভিত্তিক গ্রুপফটো, ছবি ও বিদ্যালয়ের বিশেষ কোনো ছবি থাকলে স্ক্যান করে পাঠাতে অনুরোধ করা হচ্ছে। এক্ষেত্রে ছবির ব্যক্তির নাম ও ব্যাচ সংযুক্ত করার অনুরোধ রইল।
📞 যেকোন তথ্য জানতে বা প্রয়োজনে
মোঃ আতাউল্ল্যাহ স্যার-01814 939 061, জিল্লুর রশিদ অনিক- 01811 268 762, মোঃ সালাহউদ্দিনঃ 01811 879 920, অমল দাসঃ 01874 656 773, জিএম নাজমুল হাসানঃ 01816 210 921, মিজানুর রহমান তৈয়বঃ 01817 679 756, আবু হাসনাত সুমন (ঢাকা)– 01829 684 676, জুয়েল চন্দ্র দাস (চট্টগ্রাম)– 01818 832 461

ইমেইল: dhrrhsalumni@gmail.com  ফেসবুক পেজ: facebook.com/dhrrhs/  ফেসবুক গ্রুপ: facebook.com/groups/dhrrhs/

ধন্যবাদান্তে
আয়োজক প্যানেল
প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ

Details

Date:
March 22, 2026
Website:
https://www.dhrrhs-alumni.com/

Venue

স্কুল প্রাঙ্গণ
দাসের হাট, চর সাহাভিকারী, চরদরবেশ ইউনিয়ন, সোনাগাজী, ফেনী Bangladesh + Google Map
Scroll to Top