
দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয় এর সুবর্ণজয়ন্তী
🎉 সুবর্ণজয়ন্তী উদযাপন – দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয় 🎉
৫০ বছরের গর্বিত ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবের সাক্ষী হয়ে, দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয় উদযাপন করতে যাচ্ছে তার সুবর্ণজয়ন্তী!
এই বিশেষ মুহূর্তে আমরা স্মরণ করব সেইসব শিক্ষাগুরু, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং অভিভাবকদের, যাঁরা এই প্রতিষ্ঠানের ভিত মজবুত করেছেন ও এর অগ্রযাত্রা নিশ্চিত করেছেন।
🌟 ইভেন্টের বিবরণঃ
📅 তারিখ: ২৩ মার্চ ২০২৬
📍 স্থান: দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ
🔹 প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
🔹 স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
🔹 সম্মাননা প্রদান ও বিশেষ অতিথিদের বক্তব্য
🔹 বিদ্যালয়ের ইতিহাসভিত্তিক প্রদর্শনী
চলুন, একসাথে উদযাপন করি আমাদের বিদ্যালয়ের গৌরবময় ৫০ বছরের যাত্রা এবং নতুন ভবিষ্যতের পথে এগিয়ে চলার অঙ্গীকার করি।
📞 যোগাযোগ: [যোগাযোগের নম্বর / ইমেইল / ফেসবুক পেজ]
“স্মৃতি রক্ষায়, সম্মিলনে শক্তি — সুবর্ণজয়ন্তীতে হোক প্রজন্মের মিলন।”