
সুবর্ণজয়ন্তী প্রোগ্রাম
সুবর্ণজয়ন্তী উদযাপন
৫০ বছরের গর্বিত ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবের সাক্ষী হয়ে, দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয় উদযাপন করতে যাচ্ছে তার সুবর্ণজয়ন্তী! এই বিশেষ মুহূর্তে আমরা স্মরণ করবো সেইসব শিক্ষাগুরু, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং অভিভাবকদের, যাঁরা এই প্রতিষ্ঠানের ভিত মজবুত করেছেন ও এর অগ্রযাত্রা নিশ্চিত করেছেন।
🌟 ইভেন্টের বিবরণঃ
📅 তারিখ (সম্ভাব্য): ২২ মার্চ ২০২৬
📍 স্থান: দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ
- রেজিস্ট্রেশন ফিঃ প্রাক্তন শিক্ষার্থী- ১০০০/- । গেস্ট জন প্রতি (শুধুমাত্র প্রাক্তন শিক্ষার্থীদের জন্য)- ৫০০/- বর্তমান শিক্ষার্থী-৫০০/-
- রেজিস্ট্রেশন মাধ্যমঃ অনলাইন/অফলাইন (স্কুল প্রাঙ্গণ)
- পেমেন্ট মেথডঃ ক্যাশ/বিক্যাশ/ব্যাংক
🔹 প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
🔹 স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
🔹 সম্মাননা প্রদান ও বিশেষ অতিথিদের বক্তব্য
🔹 বিদ্যালয়ের ইতিহাসভিত্তিক প্রদর্শনী
চলুন, একসাথে উদযাপন করি আমাদের বিদ্যালয়ের গৌরবময় ৫০ বছরের যাত্রা এবং নতুন ভবিষ্যতের পথে এগিয়ে চলার অঙ্গীকার করি।
📞 যেকোন তথ্য জানতে বা প্রয়োজনে
ইমেইল: dhrrhsalumni@gmail.com ফেসবুক পেজ: facebook.com/dhrrhs/ ফেসবুক গ্রুপ: facebook.com/groups/dhrrhs/
আমি আসছি, আপনি আসছেন তো!!!
ধন্যবাদান্তে
আয়োজক প্যানেল
প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ
সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে লেখার আহবান
লেখার আহবান
লেখার বিষয়ঃ




লেখা জমা দেওয়ার শেষ সময়ঃ
- ৩০ নভেম্বর ২০২৫
- উল্লেখযোগ্য ছবি, ব্যাচ ভিত্তিক গ্রুপফটো, ছবি ও বিদ্যালয়ের বিশেষ কোনো ছবি থাকলে স্ক্যান করে পাঠাতে অনুরোধ করা হচ্ছে। এক্ষেত্রে ছবির ব্যক্তির নাম ও ব্যাচ সংযুক্ত করার অনুরোধ রইল।
📞 যেকোন তথ্য জানতে বা প্রয়োজনে
ইমেইল: dhrrhsalumni@gmail.com ফেসবুক পেজ: facebook.com/dhrrhs/ ফেসবুক গ্রুপ: facebook.com/groups/dhrrhs/
আয়োজক প্যানেল
প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ